অস্থায়ী পশু
সিন্ডিকেটের কারণে গেল বছর কোরবানির অস্থায়ী পশুর হাটের দরপত্র আহ্বানের পর অর্ধেক হাটের ইজারাদার পায়নি ডিএসসিসি। শেষ বেলায় গিয়ে ইজারা না হওয়া হাটগুলো খাস বরাদ্দ পান ওই সিন্ডিকেটের সদস্যরাই। ইজারা না হওয়ায় সিটি করপোরেশন রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়। তবে এবার সিন্ডিকেট বড় কোনো ভূমিকা পালন করতে পারছে না বলে জানালেন সিটি করপোরেশন সংশ্লিষ্ট ব্যক্তিরা।